সাকের খান : নেত্রকোনার মদন উপজেলার মাঘান গ্রামের বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন খন্দকার (৭৫) আর নেই। তিনি মাঘান ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আলিম উদ্দিন খন্দকার এর ছেলে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯ টায় শ্বাসকষ্ট জনিত রোগে নিজ বাড়ী মাঘান গ্রামে মৃত্যুবরণ করেছেন ( ইন্না…রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর, তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে অনেক মহল শোক জানিয়েছেন।
১৪ নভেম্বর শনিবার তাঁর গ্রামের বাড়ী মদন উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকাল সাড়ে ৪ ঘটিকায় গার্ড অফ অনার প্রদান শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে তাঁর মৃতদেহ দাফন করা হয়েছে।