কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কিটনাশক খেয়ে চাঁন খা (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মুত্যু হয়েছে।
শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মুত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব।
মৃত চাঁন খা উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে এবং গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের অগরোচরে নিজ ঘরের পশ্চিম প্বার্শে কিটনাশক পান করে পড়ে থাকেন। একই গ্রামে মাসুদ মিয়া বৃদ্ধকে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন বৃদ্ধকে। পরে সেখানে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে চাঁন খার মুত্য হয়।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তরের বার্তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।