অমৃত চন্দ্র দাস : ‘পরিচ্ছন্ন রাজনীতি, যুবলীগের প্রতিশ্রুতি’- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার খালিয়াজুরীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে কেক কেটে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাক ।
দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কিবরিয়া জব্বার।
উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাকের সভাপতিত্বে যুগ্ম-আহব্বায়ক মীর তোফায়েল ও শামীম ভুঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগ নেতা মো. আকির হোসেন।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও কৃষক লীগ সহ ছাত্রলীগের অনেক নেতাকর্মী।
এ আলোচনা সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।