কে. এম. সাখাওয়াত হোসেন : কালভার্টের নিচে ব্রিফকেসবন্দী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত (৩৫) নারীর লাশ উদ্ধার করা হয়।
সোমবার ১১টির দিকে লাশটি উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী।
সকালের দিকে কালভার্টের নিচে ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহ পোষন করেন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ব্রিফকেস খুলে দেখতে পায় পরিচয়হীন নারীর লাশ এবং ব্রিফকেসের ভেতর কয়েকটি ইট ঢুকানো ছিল। ইটগুলো ব্রিফকেসটিকে পানিতে ডুবে থাকার জন্য দেয়া হয়ে থাকতে পারে এবং অজ্ঞাত নারীর বয়স প্রায় ৩৫ মতো হবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আনুমানিক ৩৫ বয়সের অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।