মোঃ সাকের খান : নেত্রকোনার মদন উপজেলায় মদন কেন্দুয়া সড়কের পাশে বন বিভাগের গাছ কেটে নিচ্ছে বাররি গ্রামের প্রভাবশালী মহল। নিজেদের গাছ দাবি করে রাস্তা থেকে বড় রেন্টি ও মেহগনি এগারো টি গাছ কেটে বিক্রি করছে।
গত শনিবার ও রবিবার দুপুরে বাড়রি গ্রামের রাস্তার দু’পাশ থেকে এলাকার প্রভাবশালী রঞ্জু চন্দ্র দে ওসমান গনি ও আ. হাকিম গাছ কেটে নিয়ে বিক্রি করছে।
জানা যায়, গাছগুলো সড়ক ও জনপদ বিভাগের। মদন কেন্দ্র সরকারের রাস্তা সংস্কারের কাজ কার্যতালিকায় থাকায় উপজেলা বন বিভাগ ও উপজেলা প্রশাসন থেকে নোটিশ করা হয়েছে যে রাস্তার দু’পাশ থেকে যেন কেউ গাছ না কাটে। এরই প্রেক্ষিতে সড়কের দু’পাশের গাছের মধ্যে খোদাই করে নাম্বার দেওয়ার কাজ চলমান থাকা অবস্থায় বাররি গ্রামের প্রভাবশালী মহল রাস্তার দু’পাশে গাছগুলো কেটে নিয়ে বিক্রি করছে ।
রবিবার সরেজমিনে দেখা যায়, মদন কেন্দুয়া সড়কের দুপাশ থেকে এলাকার প্রভাবশালী ওসমান গনি বড় রেন্ডি গাছ তিনটি রঞ্জিত চন্দ্র দে বড় একটি গাছ ও আব্দুল হাকিম মাস্টার একটি রেইনট্রি গাছ কেটে নিচ্ছে গাছ বেপারী আজিম উদ্দিন ও সাদেক মিয়া।
স্থানীয়রা জানান এর আগেও ওসমান গনি নাইবকে ম্যানেজ ছয় টি বড় মেহগনি গাছ কেটে নিয়েছে সড়কের উত্তর পাশ থেকে
স্থানীয় বাসিন্দা ফজলুল হক সূত্র খাইরুন সহ অনেকে জানান আমরা শুনেছি রাস্তা সংস্কারের কাজ হবে এইজন্যে বন বিভাগ নোটিশ করেছে রাস্তার পাশ থেকে কেউ যেন গাছ কর্তন না করে তারপরও অনেকেই গাছ কেটে নিয়ে যাচ্ছে ।
গাছ কাটার শ্রমিক ছোটন ও খায়রুল মিয়া বলেন আমরা দৈনিক হাজিরা বিনিময়ে কাজ করি গাছ কাটার জন্য আজিম উদ্দিন ও ও সাদেক বেপারী গাছ কাটতে এসেছি।
গাছের মালিক দাবিদ্বার আব্দুল হাকিম বলেন আমি কিছুদিন আগে গাছ বিক্রি করেছিলাম নোটিশে কথা শুনে বেপারীকে গাছ কাটার জন্য নিষেধ করি এবং তাকে বলি যদি আপনি সরকারি ভাবে বন্দোবস্ত করতে পারেন তাহলে গাছ কেটে নিয়ে যাবেন
অপর আরেকজন মালিক রঞ্জু চন্দ্র দে বলেন আমাদের জায়গায় গাছ লাগিয়েছিলাম সেজন্য কেটে নিচ্ছি।
গাছ বেপারী আজিম উদ্দিন জানান আমি কিছুদিন আগে গাছ কিনেছিলাম গাছ কাটতে গেলে আমাকে বন বিভাগ কর্তৃকবাধা দিলে চলে আসি । কিছুদিন পর ওসমান গনি ও রঞ্জু জানায় নায়েবের মাধ্যমে সমাধান করেছি এখন গাছ কেটে নিয়ে যাও তারপরে আমি শনিবার ও রবিবার গাছ কাটা শুরু করি ।
উপজেলা বন কর্মকর্তা দ্বীন ইসলাম জানান গাছ কাটার বিষয়টা আমি জানিনা তবে দরপত্র আহ্বান করার পর যদি কেউ গাছ কেটে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা করা হবে
কাইটাইল ইউনিয়ন ভূমি সহকারী নজরুল ইসলাম বলেন, আমি ছুটিতে আছি আগামীকাল অফিসে এসে এ বিষয়ে খোঁজখবর নিবো। আপনাকে মেনেজ করে গাছ কর্তন করা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি তা অস্বীকার করেন
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, আমি লোক পাঠাচ্ছি যদি কেউ সরকারি গাছ কেটে থাকে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।