সাইফুল আরিফ জুয়েল : নেত্রকোনার মোহনগঞ্জে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহানের ফাঁসির দাবি জানানো হয়।
মোহনগঞ্জবাসীর ব্যানারে আয়োজনে শুক্রবার বেলা ১২টার দিকে পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ‘আজকে আমার বোন, তারপর আপনার বোন, তখনও কি থাকবেন চুপ?’ এমন সব লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থী, নানা বয়সের নারী-পুরুষসহ অসংখ্য মানুষ অংশ নেয়।
মানববন্ধনে উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধঅ সন্তান কমান্ডের সদস্য সচিব ইয়াসির আরাফাত রনি, যুবলীগ নেতা মোতাহার, কামরুল ইসলাম, আবু সায়েম রাসেল, সাংস্কৃতিক সংগঠন সূর্যমুখী থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান হানিফ ও হাজি মাসুদ প্রমূখ।
প্রভাব কাটিয়ে বক্তারা অভিযুক্ত সোহানের ফাঁসির দাবি জানিয়ে বলেন, ধর্ষক সোহান উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাই। ফলে তার নামে অসংখ্য মামলা থাকার পরেও প্রভাব কাটিয়ে পার পেয়ে যায়। এ ঘটনায়ও যেন সেই প্রভাব কাটিয়ে পার পেতে না পারে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য গত ২৪ অক্টোবর ফজরের নামায শেষে পাশের বাড়িতে যাবার পথে পাঁচ সন্তানের জননী ওই নারীকে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে সোহান। এমন অভিযোগ এনে পরদিন দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে সোহানের না থানায় মামলা করেন তবে শনিবার সকালেই সোহানকে অন্য আরেক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই মামলায় সোহানকে শোন এরেস্ট দেখায় পুলিশ।