কে. এম. সাখাওয়াত হোসেন : জানাজায় যাবার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যুবলীগের সাধরণ সম্পাদক মো. রোকন-উজ্জমান রোকন। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। উপজেলা সদরে নিজ বাসা থেকে মল্লিকপুর শুনই গ্রামে জানাজায় অংশগ্রহণে যাওয়ার পথে মল্লিকপুর শুনই বাজারে এ হামলার শিকার হন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আটপাড়া থানা ওসি মো. আলী হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখনো অভিযোগ দায়ের করেনি এবং কাউকে আটক করা হয়নি।
জানা যায়, আজ (বৃহস্পতিবার) সকালে মো. রোকন-উজ্জমান রোকন মল্লিকপুর শুনই গ্রামে যাচ্ছিলেন। মল্লিকপুর শুনই বাজারে আসলে একই গ্রামের মৃত খাজা মমতাজ উদ্দিনের ছেলে সাইনুলের নেতৃত্বে লালন, রবিকুল, মাহাবুল ও একলাছ পূর্ব পরিকল্পিতভাবে রোকনের মোটর সাইকেলের গতিরোধ করে। এতে তিনি সহ তার সাথে মোটর সাইকেলে থাকা উপজেলা যুবলীগ নেতা মো. ইলিয়াস অতর্কিত হামলার শিকার এবং আহত হন।