অমৃত চন্দ্র দাস : একটি পরিবারের দায়ের করা ২০টি মামলা মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানি মূলক দাবি করে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবে বুধবার (৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
খালিয়াজুরীর কৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের ৬টি পরিবারের পক্ষ থেকে ১৩ জনের স্বাক্ষরিত এক লিখিত বক্তব্য সম্মেলনে পাঠ করেন ওই গ্রামের ছামির আলীর ছেলে শাহজাহান মিয়া। এ সময় সম্মেলন অয়োজনকারীদের মধ্যে বক্তব্য দেন জামেনা খাতুন, আবু কালম, মদিনা বেগম ও জুয়েল মিয়া।
বক্তারা বলেন, প্রতিবেশী দেওয়ান আলীর ৫ ছেলে জমি দখল বিষয়কে কেন্দ্র করে বিগত এক যুগে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় ও আদালতে লুট, মারামারি, নারী নির্যাতন, মাদক ও চাদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত অর্ধশত মিথ্য মামলা দায়ের করেছেন। এসব মামলার মাঝে কয়েকটি শেষ হলেও এখনও চলমান রয়েছে ২০টি মামলা। উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানি মূলক এ মামলাগুলোতে যাদেরকে আসামি দেয়া হয়েছে তাদের বেশির ভাগ মানুষেই ঘটনা স্থলে থাকেনা প্রায় ২ যুগ ধরে। যারা এলাকায় আছে তারা কেউই ওই সব অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও দাবি করছেন বক্তারা। তারা আরও দাবি করেন আদালত বিষয়টি সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করিবেন।
বিষয়টি নিয়ে শান্তির-শৃঙ্খলার লক্ষ্যে ওই গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ও খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বারের সহায়তা কামনা করেন হয়রানির শিকার ভূক্তভোগীরা।