কে. এম. সাখাওয়াত হোসেন : একাধিক স্থান, ভিন্ন নাম ও ঠিকানা ব্যবহার করে ভোটার তালিকায় নিজেকে অন্তর্ভূক্তি করায় শ্রী সুজন চন্দ্র শীল (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা থানার ওসি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং উপজেলার নির্বাচন কর্মকর্তা এ.কে.এম. মোছা বাদী হয়ে মামলাটি করেছেন জানা গেছে।
অভিযুক্ত সুজন চন্দ্র শীল কলমাকান্দা উপজেলার লেংগুরা গ্রামের বীরেন্দ্র চন্দ্র শীলে ছেলে। তিনি নেত্রকোনা ও গাজীপুর জেলায় ভোটার তালিকায় ভিন্ন নাম ও ঠিকানা উল্লেখ করে ভোটার তালিকায় নিজেকে নিবন্ধন করেছেন।
জানা যায়, অভিযুক্ত সুজন ২০১২ সালের এপ্রিল মাসে নিজ জেলার কলমাকান্দায় উদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার নিবন্ধনের সময় নাম তালিকাভূক্ত করেন। এতে তিনি সুজন চন্দ্র শীল, পিতা-বীরেন্দ্র চন্দ্র শীল, মাতা- বীনা রানী শীল, গ্রাম ও ডাকঘর লেংগুরা ও জন্ম তারিখ ১২ ডিসেম্বর ১৯৯১ খ্রি. উল্লেখ করেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে ফিঙ্গার প্রিন্ট ক্রস মেচিংয়ে ধরা পড়ে তিনি গাজীপুর জেলার ভোটার। সেখানে তিনি ২০০৭ সালের ১০ ডিসেম্বরে ভোটার তালিকায় অন্তর্ভূ্িক্ত হন। এতে শ্রী সুজন সরকার, পিতা- শ্রী বীরেন্দ সরকার, মাতা- শ্রীমতি বীনা সরকার, জন্ম তারিখ ২০ ফেব্রুয়ারী ১৯৮৬ খ্রি. ও ঠিকানা গাজীপুর সদর উপজেলার শরীফপুর দক্ষিণপাড়া উল্লেখ করে ভোটার তালিকায় নিবন্ধনভূক্ত হন।
এ ব্যপারে কলমাকান্দা থানা ওসি এ.টি.এম. মাহমুদুল হক মামলা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বচনী কর্মাকর্তা এ.কে.এম. মোছা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে নির্বাচনী আইনে মামলাটি করেছেন। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের করা হবে বলে জানান তিনি।