মো. সাকের খান : নদীতে গরুকে গোসল করাতে গিয়ে নুরুজ্জামান (২৫) নামক এক যুবক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলায় পৌর শহরে মাহমুদপুর এলাকায় মগড়া নদীতে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ নুরুজ্জামান মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামের নূরুল ইসলামের ছেলে।
নিখোঁজ নূরুজ্জামানের বাবা নূরুল ইসলাম জানান, ‘আমার ছেলে কিছুটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। নূরুজ্জামান গরুকে গোসল করাতে গিয়ে মগড়া নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি।
মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, মাহমুদপুর এলাকায় মগড়া নদীতে নুরুজ্জামান নামের এক যুবক নিখোঁজ হয়েছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সন্ধ্যা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান চালানো হবে বলে তিনি জানান।