সাইফুল আরিফ জুয়েল : নেত্রকোনার মোহনগঞ্জে মাদকসহ মো. আবুল বাশার ওরফে বাদশা মিয়াকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাদশার বাড়ি পৌরশহরের দেওথান গ্রামে।
বাদশা একজন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। এ পর্যন্ত অনেকবার গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হলেও জামিন নিয়ে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যববসা শুরু করে।
মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ‘আমি এই থানায় যোগদানের পর গত ৮ মাসে তিনবার মাদকসহ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। জামিনে বের হয়ে এসে আবার মাদক ব্যবসা শুরু করে।’ এ ঘটনায় মামলা দিয়ে রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।