অমৃত চন্দ্র দাস : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় চাকুয়া ইউনিয়নে অষ্টম শ্রেণি পড়ূয়া কিশোরী ছাত্রীকে (১৫) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মুরসালিন মিয়া (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। সে উপজেলার একই ইউনিয়নের পাশ্ববর্তী হারারকান্দি গ্রামের সাজিদ মিয়ার ছেলে এবং এলাকার শালদীঘা সরকারি গোপাল গোপিনাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরীর পরিবারের লোকজন অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে দেশ রূপান্তরকে জানায় থানার ওসি মজিবুর রহমান। এর আগে সকাল ১০টার দিকে স্থানীয়রা অভিযুক্তকেআটক করে পুলিশকে খবর দিলে মুরসালিনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে কিশোরীর বাড়ির পাশে রাস্তা দিয়ে মুরসালিন যাওয়ার সময় ছাত্রীটির বাড়ির ভেতরে ঢুকে টিউবওয়েলে পানি পান করে। কিশোরী ঘরের বারান্দায় একা মোবাইলে নিয়ে ব্যস্ত ছিল।
এ সময় অভিযুক্ত মুরসালিন টিউবওয়েল থেকে এসে কিশোরীর হাত ধরে টানাটানি করে ও শ্লীলতাহানি চেষ্টা চালায়। কিশোরীটি পরে মুরসালিনকে ধাক্কা মেরে ডাক-চিৎকার শুরু করলে আশপাশের বাড়ি-ঘরের লোকজন এসে অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান বলেন, সকালে ১০টার দিকে খবর পেয়ে মুরসালিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরীর পরিবারের লোকজন থানায় এসেছে ও অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে অভিযুক্ত কিশোর সহ কিশোরীর জবানবন্দীর জন্য দুজনকে আদালতের পাঠানো হবে বলে তিনি জানান।