বাবলী আকন্দঃ নারী নির্যাতন হ্রাসকল্পে ব্র্যাকের জেন্ডারভিত্তিক ন্যায়বিচার প্রকল্পের আওতায় ৪২ টি প্রকল্প এলাকায় পুরুষ বালক সম্পৃক্তকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তন্মধ্যে বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মত বিনিময়, যুব সম্মেলন, বিভিন্ন দিবস উদযাপন, সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন, নারীদের মধ্যে ডিগনিটি কিট বিতরণ, উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় ইত্যাদি।
ব্র্যাকের আয়োজনে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণে মিডিয়া মোবাইলাইজেশন প্রোগ্রামে আজ ২৯ অক্টোবর উপজেলা পরিষদ হলরুমে এসব তথ্য তুলে ধরেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার উজ্জ্বল কুবি। এসময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদী, ব্র্যাকের জেলা কো অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম, দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইমান আলী, সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ আকন্দ মুজিবুর,কবি শামসুল ফয়েজ, ডিভিশনাল ম্যানেজার উজ্জ্বল কুবি, সাংবাদিক নজীব আশরাফ প্রমুখ।
এর আগে ময়মনসিংহ সদর উপজেলায় নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে ব্র্যাকের সহযোগিতা ও দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা,শেরপুর আয়োজনে করোনা ভাইরাস সংকটকালীন সময়ে দরিদ্র, অটিস্টিক, প্রতিবন্ধী প্রায় দেড়শত নারীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়।
কিট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক, দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইমান আলী, সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ আকন্দ মুজিবুরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।