সাইফুল আরিফ জুয়েল : দুই ভাগে বিভক্ত হয়ে নানা আয়োজনে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠন যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে পৌরশহরের বিএনপি কার্যালয় ও সৈয়দমোড় এলাকায় অস্থায়ী কার্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচীতে একপক্ষ শহরে র্যালী করে কেক কেটেছে এবং আরেক পক্ষ আলোচনা সভার মাধ্যমে পালন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের (ভিপি জাহাঙ্গীর) নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সৈয়দ মোড়ে অস্থায়ী কার্যালয়ে গিয়ে মিলিত হয়। পরে সেখানে কেক কেটে যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এদিকে কেক কেটে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কমনায় দোয়া করা হয়। এতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মঈন উদ্দিন হোসেন আকিক, সাবেক সহ-সভাপতি আবু তাহের তালুকদার, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি এস দোহা, সাবেক প্রচার সম্পাদক সাইফুর রহমান খান, সাবেক যুগ্ন-আহবায়ক ও পৌর কাউন্সিলর নুরুল মোমেন বাবু, সাবেক দপ্তর সম্পাদক আ. ছাত্তার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন কাকন, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জোবায়ের হাসান আজিজুল, সাবেক যুগ্ন আহ্বায়ক কাজী নাসির উদ্দিন শাকিল, মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কাকন, ছাত্র নেতা রাকিব, শিপন আহমেদ প্রমূখ। এছাড়াও অসংখ্য নেতাকর্মী এতে অংশ নেয়।
অন্যদিকে অপর একটি অংশ পৌরশহরের বিএনপির স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কমনায় দোয়া করেন। এতে উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্নায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানি পুতুল, বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদারসহ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।