কে. এম.সাখাওয়াত হোসেন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, “বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীর বাংলাদেশ হবে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ।”

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নেত্রকোনার আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২০ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জেলা প্রশাসন কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা শিক্ষা অফিসার আব্দুল গফুর সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।