কে. এম. সাখাওয়াত হোসেন : চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ করেছে ৬০ বছরের বৃদ্ধ তাহের মিয়া। নেত্রকোনার পৌর শহরের কাটলি খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রবিবার বিকেলে নেত্রকোনা মডেল থানায় অভিযোগ দায়ে করেন। অভিযোগ দায়েরের পর সন্ধ্যায় তাহের মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন।
জানা যায়, পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাটলী খালপাড় এলাকায় বেশ কিছুদিন যাবত বাসা ভাড়া নিয়ে থাকতেন মৃত সমসের ছেলে তাহের মিয়া। গত শনিবার সন্ধ্যায় শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে তাহের। শিশুটির ডাক চিৎকারে শিশুটির মা ও আশপাশের লোকজন এগিয়ে আসলে তাহের মিয়া পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন পূর্বময়কে বলেন, রবিবার শিশুটির মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। পরে সন্ধ্যার দিকে অভিযুক্ত তাহের মিয়াকে আটক করা হয়। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।