কে. এম. সাখাওয়াত হোসেন : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গৌরীপুর শাখার চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যাকান্ডের অন্যাতম আসামিকে নেত্রকোনা থেকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদেরকে এ তথ্য জানানো হয়।
এই চাঞ্চল্যকর ও আলোচিত হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী অন্যতম আসামি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাট পশ্চিমপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. খায়রুল (৩৫)।
এর আগে গত শুক্রবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ফাগুয়া হাওর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা ময়মনসিংহ ডিবি’র ওসি মো. শাহ কামাল আকন্দ অভিযান পরিচালনা করে খায়রুলকে আটকের তথ্যটি পূর্বময়কে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুল আহাদ খান।
গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুরের মধ্য বাজার রহিমের চা স্টলে সহযোগিদের নিয়ে চা পান করছিলেন মাসুদুর রহমান শুভ্র। এ সময় অটো রিকশা করে আসা কতিপয় দুস্কৃতিকারী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় শুভ্রকে। নিহতের পরিবার গত ১৯ অক্টোবর গৌরীপুর থানায় মামলা করেন। মামলাটি পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশের অভিযানে এ চাঞ্চল্যকর ও লোমহর্ষক হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত অন্যতম আসামি খায়রুলকে নেত্রকোনার হাওর এলাকা থেকে আটক করা হয়।