কে. এম. সাখাওয়াত হোসেন : দূর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় নেত্রকোনা জেলা আনসার ও ভিডিপি’র স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজায় নেত্রকোনায় মোট ৪৯৪টি পূজামন্ডপের জন্য মোট ৪৯টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও ১৬টি কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য নিয়োজিত রয়েছেন। তারা ২২ অক্টোবর হতে ২৬ অক্টোবর পর্যন্ত ৫ দিন পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার ( ২২ অক্টোবর) সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স ফোর্স মোতায়েনের পূর্বে ব্রিফিংয়ের মাধ্যমে কার্যক্রমের উদ্ধোধন করেন পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. জিয়াউল হাসান।
ব্রিফিংকালে তিনি বলেন, আনসার ও ভিডিপি সদস্য সব সময় পূজামন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। কিন্তু এ বছর কোভিড-১৯ সংক্রমণের কারণে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষণিক দিন রাত দুই সিফটে দায়িত্ব পালন করবে। দায়িত্ব পালন কালে সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। তিনি সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সমান সুযোগ নিশ্চিত করা ও সব সম্প্রদায়ের স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালনে উৎসাহ দিয়ে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার এই সময়ে কোন দুষ্কৃতিকারীর দুষ্কর্মে যাতে ধর্মীয় উৎসব পালনে ব্যাঘাত সৃষ্টি না হয় সে বিষয়ে সকল আনসার ও ভিডিপির স্ট্রাইকিং ফোর্সকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং এই দায়িত্ব পালনে আনসার ও ভিডিপির সদস্যদের সফলতা কামনা করে ব্রিফিং শেষ করেন।
এ ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট জনাব মুহাম্দ আবদুস সামাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মনিরুল ইসলাম ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল হক।