কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুটি চোরাই গরু ও পিক-আপ সহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সেনের বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত দুইজন হলো- উপজেলার পৌর এলাকার কমলপুর এলাকার আ. ছালামের ছেলে হাইয়ুল মিয়া (৫৫)। আর পিক-আপ ভ্যান চালক পার্শ্ববর্তী উপজেলা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়ারি গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে শাহ আলম (৩০)।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লা খান পূর্বময়কে বলেন, বিকেলের দিকে গোপন সূত্রে খবর পেয়ে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সেনের বাজার এলাকা থেকে পিকআপ ভ্যানসহ দুইটি চোরাই গরু ও চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
গরু দুটির মালিকের সন্ধান পাওয়া গিয়েছে। এর আগে গতকাল (বুধবার) গরুর মালিক থানায় অভিযোগ দায়ের করেছেন। তথ্য প্রমাণের ভিত্তিতে গরু দুটি মালিকের নিকট হস্তান্তর করা হবে। আগামীকাল (শুক্রবার) আটককৃত দুইজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্ত।