সাইফুল আরিফ জুয়েল : নেত্রকোনার মোহনগঞ্জে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রামাঞ্চলে একজন মা গর্ভকালীন এবং প্রসবের পর কিভাবে তার সন্তানের পুষ্টি নিশ্চিত করবেন সে বিষয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি উপজেলার গাগলাজুর, মাঘান-সিয়াধার ও তেতুলিয়া এ তিনটি ইউনিয়নের ৪০টি গ্রামে অনেকগুলো ক্যাম্পে ভাগ করে করা পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মকাণ্ডের ইতিবাচক ফলাফলও তুলে ধরা হয়।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভবনে এফআইভিডিবি’র (ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ) আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্যানিটিারি ইন্সপেক্টর সম্ভুনাথের সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদেব কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন টিএইচও নুর মোহাম্মদ শামছুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন এফআইভিডিবি’র কো-অর্ডিনেটর ফখরুল ইসলাম চৌধুরী। এছাড়াও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শ্যামল চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক মাসুম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় কেয়ার বাংলাদেশে, সূর্যের হাসি ক্লিনিকের প্রতিনিধসহ বিভিন্ন ইউনিয়নে পুষ্টি বিষয়ে কর্মরত স্বাস্থকর্মীরা উপস্থিত ছিলেন।