সাইফুল আরিফ জুয়েল : স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর মুখে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে এক পাষন্ড স্বামী। মঙ্গলবার সকালে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মল্লিকপুর গ্রামে স্বামীর অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন মনি আক্তার (৩০) নামে এক গৃহবধূ। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুরের দিকে বারহাট্টা হাসপাতালে ভর্তি করেন।
নির্যাতিতা গৃহবধূ মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর বরহাটি গ্রামের মৃত আ. বারেক তালুকদারের মেয়ে। আর অভিযুক্ত স্বামী মল্লিকপুর প্রামের মৃত. খুরশেদ মিয়ার ছেলে মো. হাজিবুল।
নির্যাতিতা গৃহবধূ মনি জানায়, হাজিবুল প্রথমে আমার বড় বোন নাসিমাকে বিয়ে করে। তিনটি সন্তান রেখে বোন মারা যান। বোনের সন্তানদের দেখাশোনার কথা বিবেচনা করে ১১ বছর আগে বোনের স্বামী হাজিবুলের সাথে পারিবারিকভাবে আমাকে বিয়ে দেয়া হয়। তারপর থেকেই হাজিবুল কাজের জন্য ঢাকায় চলে যায়। আমার তেমন খবর নিত না। আমি বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতাম। মাঝে মধ্যে বাড়ি আসতো সে। এরমধ্যে গত ৯ অক্টোবর সিজারে আমার একটি কন্যা সন্তান জন্ম লাভ করে।
সিজারের খরচপাতিও বাবার বাড়ির লোকজন বহন করেছে। আমার স্বামী কয়েকদিন হয় নতুন বউ নিয়ে বাড়িতে আসে। এর প্রতিবাদ করায় আমার উপর নেমে আসে নির্মম নির্যাতন। আজ (মঙ্গলবার) সকালে আমাকে কিল ঘুষি শুরু করে। সিজারের সেলাই করা পেটে লাথি মারলে রক্তক্ষরণ হয়। এক পর্যায়ে সিগারেট দিয়ে আমার মুখে ছ্যাঁকা দেয়। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।
নির্যাতিতা গৃহবধূর ফুফাতো ভাই নুরুজ্জামান কাঞ্চন এ ঘটনায় বারহাট্টা থানায় মামলা করবেন বলে জানান।
বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগ দিতে নির্যাতিতার লোকজন থানায় এসেছে। অভিযোগ লেখা প্রক্রিয়াধীন এবং এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।