দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: মনির হোসাইন মানিক এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে অত্র ওয়ার্ডেও বাসিন্দারা । মঙ্গলবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে শত শত নারী-পুরুষদের উপস্থিতিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোরশেদ আলম, আলতু মিয়া, আবুল কালাম আজাদ, কাছম আলী সহ এলাকার সর্বস্তরের মানুষ ।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, কাউন্সিলর মানিক একজন সৎ, তরুণ ও আদর্শবান মানুষ । একই ওয়ার্ডের বাসিন্দা মেহের আলী কাউন্সিলর মানিক মিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা ডাকাতি মামলা দায়ের করলে পুলিশ তদন্তপূর্বক এর কেনো সত্যতা পায়নি ।
১৯ অক্টোবর সোমবার মানিক মিয়া আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরন করে । এমনকি কাউন্সিলের যে সম্মানীটুকু পান তাও ৬নং ওয়ার্ডে মসজিদ মাদ্রাসায় দান করে দেন । বক্তারা আরো বলেন, মামলার বাদী মেহের আলী জুডিসিয়িাল ম্যাজিস্ট্রেট মহোদয়ের বাসায় কাজ করেন ।
কাউন্সিলর মানিক মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান ৬নং ওয়ার্ডবাসী সহ আপামর জনসাধারন ।