অমৃত চন্দ্র দাস : বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদ, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দুরবিন শাহ্ সভাপতি ও হাবিবউল্লাহ সম্পাদক হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে খালিয়াজুরী কলেজের সভাকক্ষে উপজেলার শাখার আহবায়ক দুরবিন শাহ্’র সভাপতিত্বে মো. হাবিবুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি মো. ছাইদুর রহমান, বিশেষ অতিথি সহ-সভাপতি শফিকুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মো. আতিকুল ইসলাম, সদস্য মো. কলিমউদ্দিন নয়ন, খালিয়াজুরী উপজেলা শাখার সম্মানিত সদস্য নিতিশ সরকার, মুজিবুর রহমান মজিত, সুজন বিশ্বাস প্রমুখ।
এ সময় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও খালিয়াজুরী কলেজের অফিস সহকারীগন উপস্থিত ছিলেন।
সভায় প্রথমবারের মতো উপজেলার এ,পি,পি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দুরবিন শাহ্ সভাপতি ও নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার অফিস সহকারী মো. হাবিবউল্লাহকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্টান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদ খালিয়াজুরী উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।