কে. এম. সাখাওয়াত হোসেন : বাজার করে বাড়ি ফেরার সময় ট্রাকের সাথে রিকশার মুখোমুখি সংঘর্ষে চাকায় পৃষ্ট হয়েছেন কামরুন নাহার (৫৫) নামে এক নারী। সোমবার ১১টার দিকে নেত্রকোনার পৌর শহরে দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘনা ঘটে। নিহত ওই নারী পৌর শহরে কুরপাড় এলাকার জেলখানা রোডে এডভোকেট সিদ্দিকুর রহমানে স্ত্রী।
জানা যায়, নিহতের স্বামী এডভোকেট সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কামরুন নাহার বাজার সহ সংসারের দায়িত্ব পালন করেন। আজ (সোমবার) সকালে বাজারে উদ্দেশ্যে ঘর থেকে বের হন। সকাল ১১ দিকে বাজার করে রিকশাযোগে তিনি বাড়িতে ফিরছিলেন। দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বিপরীতমূখী তেরী বাজারের দিকে যাওয়া একটি ট্রাকের সাথে রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের সামনের চাকায় পৃষ্ট হন এবং তার সাথে থাকা আরেক আরোহী অন্যেিদক পরে আহত হন। মৃতদেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন ট্রাক চাপায় পৃষ্ট হয়ে নারী নিহতের সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, চালক সহ ট্রাকটি আটক করা হয়েছে। মৃতদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে এবং পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।