কে. এম. সাখাওয়াত হোসেন : রাতে মাছ ধরে ক্লান্ত হয়ে রেললাইনে শুয়ে বিশ্রামের পর তন্দ্রায় ট্রেনে কাটা পড়ে দুই আপন ভাই সহ তিনজন নিহত হয়েছেন। রবিবার ভোর ৪টার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্বল্পদশাল এলাকায় এ মর্মান্তি দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন উপজেলার স্বল্পদশাল গ্রামের মৃত আ. হেকিমের দুই ছেলে স্বপন মিয়া (২২) ও রিপন মিয়া (২৬) এবং একই গ্রামের কোরবান আলীর ছেলে মুখলেছ (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতেরা রাতে রেল লাইনের পাশে কোনে (এক ধরনের ডোবা বা গর্ত) মাছ ধরছিলেন। সারা রাত মাছ ধরে কোন এক সময় ক্লান্ত হয়ে গেলে রেল লাইনে শুয়ে বিশ্রাম করতে থাকেন। পরে তাদের মধ্যে তন্দ্রা চলে আসে। ভোর ৪টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেসের নিচে ঘুমন্ত অবস্থায় কাটা পড়েন নিহতেরা।
এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান ট্রেনে কাটা পড়ে এ মর্মান্তিক ঘটনার সত্যতা পূর্বময়কে নিশ্চিত করে বলেন, জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরী করছে।