সাকের খান : নেত্রকোনার মদন উপজেলার মগরানদীতে ভলগেট নৌপরিবনের রেজিস্ট্রেশন ও সারেংদের প্রশিক্ষণের সনদ না থাকায় ৮টি ভলগেটকে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী ভ্রম্যমান আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মদন থানা অফিসার ইনচার্জ আহমেদ কবির উপস্থিত ছিলেন।
দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর গ্রামের মৃত আব্দুল আলী ছেলে নাছির, একই গ্রামের মো. রফিকের ছেলে আতিক মিয়া, মতিউর রহমানের ছেলে মো. খলিলুর রহমান ও আব্দুল জব্বারের ছেলে মো. ইব্রাহিম এবং অন্যারা সুনামগঞ্জের মজলিসের ছেলে এরশাদুল ও ছমির আলীর ছেলে মুর্তুজ, মুন্সিগঞ্জের সালাম দেওয়ানের ছেলে রাসেল দেওয়ান আর পিরোজপুুরের আসমত আলীর ছেলে আ. গাফফার।
উপজেলার মগরা নদীতে মদন বাজার হইতে মনোহরপুর এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী আটটি ভলগেট নৌ পরিবহনকে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ভলগেট নৌ-পরিবহন গুলোর রেজিস্ট্রেশন ও সারেংদের প্রশিক্ষণ সনদ না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ভলগেট জাতীয় এসব নৌ-পরিবহনগুলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে বালু, পাথরসহ অন্যান্য পণ্য বহন করে বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ বলেন, সকালে সংবাদ পেয়ে মগরা নদীর ব্রীজ হতে মনোহরপুর পর্যন্ত নদীতে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে একটি বালুভর্তি বলগেট মগরা নদীতে নির্মিত শহীদ আব্দুল কুদ্দুস সেতু পিলারের সাথে ধাক্কা দিয়ে চলে আসে । তাদের নিকট ভলগেটের রেজিস্ট্রেশনের কাগজপত্র ও সারেংদের প্রশিক্ষণের সনদ না থাকায় ভ্রম্যমান আদালতের মাধ্যমে জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে এ নদী দিয়ে এ সমস্ত বলগেট নিয়ে না আসার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।