মো. সাকের খান : নারীর প্রতি সহিংসতা নিরসনে “আপনার পুলিশ আপনার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় পৌর শহরের মদন বাজার এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মদন থানার পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মদন থানার এসআই হাবিব এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর স্বপন মিয়া, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ চন্দ্র দাস, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ বদরুল আলম, মদন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মদন বাজার কমিটির সভাপতি আবুু সাদেক আকন্দ, সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক খায়রুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সচেতনতা মূলক বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। এ ছাড়াও জরুরী প্রয়োজনে সঠিক তথ্য দিয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয় পুলিশে পক্ষ থেকে।