মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনার পূর্বধলায় ধলামূলগাওঁ ইউ পি উপ- নির্বাচন আগামী ২০শে অক্টোবর মঙ্গলবার। শুন্য হয়ে যাওয়া এ আসনে ১১ জন প্রার্থী চেয়ারম্যান পদে বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়েছেন ধলামূলগাওঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম খান। বাকী ১০ জন প্রার্থী সতন্ত্র হয়ে বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আর এ লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন এর দিক নির্দেশনায় আজ ১৭ ই অক্টোবর শনিবার ধলামূলগাওঁ ইউনিয়নের জামুদ গ্রামের প্রতিটি বাড়ীতে বাড়ীতে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে সারা গ্রাম চষে বেড়িয়েছেন,জুড়াম গ্রামের ওয়াহাব মাষ্টার, হোগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাপস,মেঘশিমুল গ্রামের কৃতি সন্তান সাংবাদিক নজরুল ইসলাম খান, তুখোড় উপজেলা যুবলীগ নেতা ফকির শাহ্ মোস্তাফিজ রাজীব,ধলামূলগাও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবি,যুবলীগ নেতা মোঃ রবিকুল ইসলাম,
জামুদ গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী সাংবাদিক শেখ মোঃ শাখাওয়াত হোসেন শিমুল, দত্তকুনিয়া গ্রামের কৃতিসন্তান ময়মনসিংহ নিউ আল-বারাকা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী শিপন আকন্দ, ছাত্রলীগ নেতা প্রিন্স সরকার এছাড়াও ধলামূলগাও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।