কে. এম. সাখাওয়াত হোসেন : বাংলা একাডেমি ও একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক সাহিত্য পত্রিকার সম্পাদক প্রয়াত খালেকদাদ চৌধুরীর ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে লেখক স্মরণে আলোচনা সভায় তাঁর জীবনীগ্রন্থ তুলে ধরা হয় নতুন প্রজন্মের সামনে।
প্রেসক্লাব সভাপতি জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এতে আলোচক ছিলেন সাবেক অধ্যাপক মতীন্দ্র সরকার, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ননী গোপাল সরকার ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও কবি গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় লেখকের জীবনী পাঠ করেন ছড়াকার সাংবাদিক সঞ্জয় সরকার। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম খান।
লেখক স্মরণে সভায় আলোচকরা বলেন, সাহিত্য পত্রিকার মাধ্যমে তখনকার সময়ে যুবক তরুণরা সাহিত্য চর্চার সুযোগ পেয়েছিলেন। বর্তমানে বাংলাদেশের কবিদের মধ্যে অন্যতম হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ, রফিক আজাদসহ অনেকে খ্যাতিমান লেখকের উত্তর আকাশ ও সৃজনী পত্রিকায় লেখালেখি করার সুযোগ হয়েছিল। তাই তারা মনে করেন সমাজে ভালো মানুষ গঠনে সাহিত্য চর্চার কোন বিকল্প নেই। কাজেই বেশি করে সাহিত্য পত্রিকা প্রকাশের জন্য অনুরোধ জানান বক্তারা।