মো. সাকের খান : ধান ক্ষেতে গরু প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গর্ভবতী নারীসহ ৬ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে নেত্রকোনার মদন উপজেলার পৌরসদরের ৩নং ওয়ার্ডের ফচিকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে আহত কাজল পক্ষের মাহিনুর আক্তার (২৭), টিটন মিয়া (২২), লিটন মিয়া (৩৮) ও হিরা মিয়া (৩২) এবং শাহজাহান পক্ষের গর্ভবতী নারী তমা আক্তার (৩০) ও কামরুল (৪৪) আহত হয়।
আহতদের মধ্যে টিটন মিয়া, লিটন মিয়া, হিরা মিয়ার ও তমার অবস্থা আশংকাজনক থাকায় মদন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ.কে.এম রিফাত সাঈদ তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকীরা মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসদরের ফচিকা গ্রামের শাহজাহান পক্ষের হাবিবুর রহমানের ধান ক্ষেতে একই গ্রামের কাজল পক্ষের কাইয়ুম মিয়ার গরু প্রবেশ করে ধান খেয়ে ফেলে। এ নিয়ে জমির মালিক ও গরুর মালিকের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে গরুর মালিকের পক্ষে কাজল গ্রপের লোকজন ক্ষতিগ্রস্ত ক্ষেতের মালিকের পক্ষে শাহজাহানের লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দু-পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে মদন থানার ওসি আহম্মদ কবীর হোসেন সংঘর্ষের ঘটনায় তমা আক্তার নামে এক গর্ভবতী নারীসহ ছয়জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পূর্বময়কে বলেন, কোন পক্ষই এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি।