কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের জুরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু দু’টি একই গ্রামের পাশাপাশি বাড়ির পাভেল মিয়ার কন্যা তানিসা আক্তার (৩) এবং সুজন মিয়ার কন্যা মরিয়ম (৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শিশু দুজন খেলতে বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ৯টার দিকে নাস্তা খাওয়ার জন্য পরিবারের লোকজন খোঁজখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পশ্বিম পার্শ্বে পুকুর পাড়ে একজনের প্যান্ট দেখতে পায়। পরে দুজনকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষনা করেন।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান পুকুরে ডুবে শিশু দু’টির মৃত্যুর সত্যতা পূর্বময়কে নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।