কে. এম. সাখাওয়াত হোসেন : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী সহ পুলিশের আইজিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কুরুচিপূর্ণ ও আপত্তিকর বাক্য সংযোজন ছবি পোষ্ট করায় থানায় ডায়েরি করা হয়েছে। ডায়েরি করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য সামছুল হক সানি।
মঙ্গলবার রাত ১০টার দিকে থানায় ডায়েরির বিষয়টি দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম পূর্বময়কে নিশ্চিত করে বলেন, লোক মারফত জানতে পেরেছি যিনি এ পোষ্ট করেছেন তিনি প্রায় ১০-১২ বছর যাবৎ সৌদি প্রবাসী। নাম তার শামীম খান। তিনি দুর্গাপুর উপজেলার পূর্বদশাল গ্রামের রতন খানের ছেলে। পরে তিনি পোষ্টটি মুছে ফেলেছেন এবং ক্ষমা চেয়ে আরেকটি পোষ্টও করেছেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন সহ আমাদের নজরে রয়েছে।
জানা যায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি ফেইসবুকে ‘সত্যের হবে জয়’ নামক একটি আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পুলিশের আইজিপি বেনজির আহমেদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ছবি এডিট করে এবং তাতে আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নাম উল্লেখ করে কুরিুচপূর্ণ ও আপত্তিকর বাক্যের ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
এ বিষয়টি গত সোমবার (১২ অক্টোবর) রাতে ফেইসবুকে ছড়িয়ে গেলে উপজেলা ছাত্রলীগ সহ আওয়ামীলীগ নেতা-কর্মীদের নজরে আসে। পরে ওই রাতেই দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য সামছুল হক সানি থানায় পোষ্টদাতার ছবি সহ সাধারণ ডায়েরি করেন।