কে. এম. সাখাওয়াত হোসেন : ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ বন্ধে পুলিশের সেবা পেতে ৯৯৯ এর প্রয়োজনীয়তা ও সহযোগীতা নেয়ার আহবান জানিয়ে জনসাধারনকে সচেনতন করতে লিফলেট ও প্রচারনা চালিয়েছে নেত্রকোনা জেলা পুলিশ।
সোমবার থেকে শুরু হওয়া এই সচেতনতা কার্যক্রম আগামী পাঁচদিন জেলার বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।
বিভাগীয় কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী জেলা শহরের বিভিন্নস্থানে পথচারীদের মাঝে পুলিশের সকল কর্মকর্তাদের নাম্বার সম্বলিত লিফলেট বিতরন ও মাইকিং কর্মসূচী পালন করা হয়।
এর আগে পুলিশ সুপার ভবনের সামনে থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী। অতিরিক্ত পুলিশ সুপার মো.ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোরশেদা খাতুন, মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম খানসহ জেলা পুলিশের উর্ধবতনরা সকলেই এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।