কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বিভিন্ন ধরনের শাক সবজি বীজ বিতরন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওই কৃষকদের হাতে এসব বীজ তুলে দেয়া হয়।
বীজ বিতরণনর সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া এবং উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ভূঁইয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।