কে. এম. সাখাওয়াত হোসেন : “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া থানা প্রাঙ্গণে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মো. জামাল উদ্দিন।
এ সময় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা হাবিুল্লাহ খানের সভাপতিতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কামরুল হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির আলম, উপজেলা যুবলীগের আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বিপুল, আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বমশর্মা, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল ফারুক ছানা ও রোমেল খান পাবেল প্রমুখ।