কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় রাস্তায় পড়ে থাকা আনুমানিক ৩০ বছর বয়সি এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চন্দ্রপুর গ্রামে যাওয়ার পথে নোয়াপাড়া সড়কে রবিবার সকালে রাস্তার মাঝেই এমন একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নারীর মাথায় খুলি সরে যাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হয়তো সড়ক দূর্ঘটনা হয়ে থাকতে পারে। তবে আনুমানিক ৩০ বছর বয়সী বা তার কম বয়সী হবে।
এই অজ্ঞাত নারী কোথায় থেকে আসলেন বা কোথায় যাচ্ছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। অন্যকোন বিষয় থাকতে পারে কিনা তাও খতিয়ে দেখা হবে।