কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় লতি কুড়িয়ে ফেরার পথে নদীর পার হতে গিয়ে গভীর গর্তে পড়ে লিটন মিয়া (৩৭) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের তিপলি চরপাড়া এলাকায় সোমেশ্বরী নদীর একটি শাখা নদীতে এ ঘটনা ঘটেছে।
নিহত লিটন একই ইউনিয়নের দক্ষিণ বিশ্বনাথপুর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে এবং দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লিটন মিয়া আশেপাশের গ্রামের বিভিন্ন স্থান থেকে লতি কুড়িয়ে এবং তা বিক্রি করে সংসার পরিচালনা করত। এটাই তার পেশা। সে হাবা-গোবা, সহজ-সরল প্রকৃতির বুদ্ধি প্রতিবন্ধী। প্রতিদিনের মতো লতি টুকাতে তিনি তিপলি চরপাড়া গ্রামে যায়। লতি কুড়িয়ে ফেরার পথে সোমেশ্বরী নদীর এক একটি শাখা নদী পার হচ্ছিল।
যেস্থান দিয়ে পার হচ্ছিল সেখানে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ওইস্থানে গভীর গর্তের সৃষ্টি হয়। সাঁতার না জানার কারনে লিটন মিয়া তলিয়ে যেতে থাকে। এ দৃশ্য নদীর পাড়ে থাকা জোবেদা খাতুন নামে এক মহিলা দেখে এবং তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসতে থাকে। ততক্ষণে লিটন মিয়া পানিতে তলিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর তাকে মৃত অবস্থায়্ উদ্ধার করে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করে।
এ ব্যাপারে ঘটনাস্থল থেকে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব পানিতে ডুবে লিটনের মৃত্যুর সত্যতা পূর্বময়কে নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছে। পরিবারের অভিযোগ পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।