বাবলী আকন্দঃ ধর্ষণ রুখতে সুশাসন শুরু করতে হবে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত। সুশিক্ষা এবং আইনগত ব্যবস্থায় শাস্তির বিধান, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করে দেশে ধর্ষণ রোধ করা উচিত।
ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ সারাদেশে একযোগে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির আয়োজনে শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানব বন্ধনে এ কথা বলেন বক্তারা।
এসময় তারা বলেন, নারী এবং কন্যা শিশুর নিরাপত্তায় রাষ্ট্রের দায়িত্ব নেয়ার পাশাপাশি পরিবার এবং সমাজ থেকে মূল্যবোধ গড়ে তুলতে হবে। যারা ধর্ষিত হচ্ছে আর যারা ধর্ষক তারা আমাদেরই কেউ। তাদেরকে এ বিকৃত মানসিকতা থেকে বের করে আনার জন্য সামাজিক মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ।
ময়মনসিংহ সুজন মহানগর কমিটির সভাপতি এড শিব্বির আহমেদ লিটন এর সভাপতিত্বে সুজন মহানগরের সাধারণ সম্পাদক আলী ইউসুফ এর সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক কবি ইয়াজদানী কোরায়সী, আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, শিক্ষকনেতা খন্দকার সুলতান আহমেদ, আনোয়ারুল কবির, অধ্যক্ষ নূরজাহান পারভীন, মিলি রহমান, আবুল মনসুর, কাব্য সুমি সরকার, সাংবাদিক বাবলী আকন্দ, এমদাদুল হক এমদাদ, রবিউল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন এলাকা সমন্বয়কারী নাজমুল তুহিন, সৌরভ দত্ত দিপুসহ সুজনের অন্যান্য নেতৃবৃন্দ।