শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোনার পূর্বধলায় আসন্ন ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে জমে ওঠেছে নির্বাচনী প্রচারণার মাঠ। শুন্য হয়ে যাওয়া এ আসনে নৌকার পক্ষে মনোনীত হন মোঃ আব্দুল হালিম খান। বর্তমানে আব্দুল হালিম খান ধলামূলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় আজ ৮-১০-২০২০ইং বৃহস্পতিবার বাড়িয়ল বাজারে নৌকার পক্ষে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু,জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, পূর্বধলা উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি উপজেলার টানা দ্বিতীয় বারের চেয়ারম্যান গণমানুষের নেতা তৃনমুল থেকে ওঠে আসা রাজনৈতিক নেতৃত্ব জাহিদুল ইসলাম সুজন। যুবলীগ নেতা জেলা পরিষদের সম্মানিত সদস্য একে মাজহারুল ইসলাম রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক সরকার রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমি আকন্দ ,বিশকাকুনী ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন মাস্টার, জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু,উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন।এছাড়াও উপস্থিত ছিলেন ধলামূলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাধারণ জনতা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নৌকার পক্ষে জামধলা বাজারে এক বিশাল গন মিছিল অনুষ্ঠিত হয়।এছাড়াও পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন নৌকার প্রচারণায় ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে বাড়ী বাড়ী কেন্দ্রীয় আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনের দিক নির্দেশনায় চষে বেড়াচ্ছেন।
বর্তমানে ওই উপ নির্বাচনে ১১জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। আওয়ামী লীগের মোঃ আব্দুল হালিম খান নৌকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ তারা মিয়া আনারস, মোঃ এনামুল হক অটোরিক্সা, আব্দুল আওয়াল টেবিল ফ্যান, মোহাম্মদ আলতাব হোসেন ঢোল, মোঃ এনামুল হক দুটি পাতা, মোঃ রেজুয়ানুর রহমান রজনিগন্ধা, মোঃ হারুন অর রশিদ টেলিফোন, ওমর ফারুক চশমা, রতন চন্দ্র সিংহ ঘোড়া ও মোঃ মাহমুদুল হাসান সিপন মোটর সাইকেল।
উল্লেখ্য ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন খান গত ৩মে মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়ে যায়। গত ১৪ সেপ্টেম্বর সোমবার এক বিজ্ঞপ্তিতে শূন্য পদের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ৩৮টি গ্রামের ৯টি ভোট কেন্দ্রের মোট ভোটার ২১হাজার ৯শ’ ২৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩শ’ ৫০জন ও মহিলা ভোটার ১০হাজার ৬শ’ ৫জন।