মোঃ ফারুক হোসেনঃ বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ শহরের নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের মিলনায়তনে শিক্ষক সংকটে নেতৃত্ব ভবিষ্যৎ পুননির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাবখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা কমিটির অন্যতম সদস্য মোঃ আনোয়ার কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু বকর সিদ্দিক।
সভা পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ক্রেন্দ্রীয় কমিটির সদস্য এবং ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি
জাফর আহমেদ চৌধুরী, ক্রেন্দ্রীয় কমিটির সদস্য এবং ত্রিশাল উপজেলার সাধারণ সম্পাদক অবিনাশ চন্দ্র দাম, গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সরকার,ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি একেএম সাইফুল ইসলাম কাজল,
ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সরাফ উদ্দিন, আতা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন সাধারণ সম্পাদক সদর উপজেলা শাখা, মোঃ শহীদুজ্জামান সাধারণ সম্পাদক তারাকান্দা উপজেলা শাখা, শিক্ষক নেতা মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, প্রধান শিক্ষক, বাশাটি উচ্চ বিদ্যালয়, নান্দাইল, মোহাম্মদ আলী ভুট্টো সদস্য জেলা শাখা, মোঃ আব্দুল কুদ্দুস প্রধান শিক্ষক জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ নাজমুল আহসান, প্রধান শিক্ষক, প্রবাহ উচ্চ বিদ্যালয়, আতিকুর রহমান আতিক এডয়ার্ড ইনস্টিটিউট, মোঃ ইউসুফ আলী, আয়শা বালিকা উচ্চ বিদ্যালয় প্রমূখ।
নেতৃবৃন্দ মুজিববর্ষেই প্রাথমিকের মত মাধ্যমিক জাতীয় করণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।