শেখ মো. শাখাওয়াত হোসেন শিমুল : নিখোঁজের দুইদিন পর কামরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ি বাজারে ধানখালী খাল থেকে বিকৃত গলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।
কামরুল উপজেলার যাত্রাবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং মৃগী রোগী ছিলেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে কামরুল বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ধলা যাত্রাবাড়ি বাজারে যায়। এরপর থকে তিনি নিখোঁজ থাকেন। দুই দিন পর আজ (বুধবার) সকালে স্থানীয়রা ধলা যাত্রাবাড়ি বাজারের পাশে ধান খালী খালে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্থানীয়দের ধারনা মৃগী রোগের কারণে খালের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে কামরুলের।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান পূর্বময়কে বলেন, কামরুল দীর্ঘদিন যাবত মৃগী রোগী ছিলেন এবং এর আগেও আরেকবার পানিতে ডুবির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানাতে পেরেছি। বিকৃত অবস্থায় লাশটি উদ্ধার করে দুপুরের দিকে ময়না তদন্তেরর জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।