শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোনার পূর্বধলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ১৯৪৭ সালের আজকের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান আওয়ামিলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পূর্বধলা উপজেলা যুবলীগের উদ্যোগে এই জন্মদিন উদযাপন করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পূর্বধলা উপজেলা যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয় , নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মসজিদে দোয়া মাহফিল, ভবঘুরে, পথশিশু ও অসহায় মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি, মিলাদ মাহফিল,দৃষ্টিপ্রতিবন্ধী, বাকপ্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ, মাদ্রাসা ও এতিমখানায় রান্না করা খাবার বিতরণ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ,উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, যুবলীগ নেতা মুজিবুর রহমান,সাবেক ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন খোকন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।