নজরুল ইসলামঃ নেত্রকোনার পূর্বধলায় আজ সোমবার “তথ্য অধিকার সংকটে হাতিয়ার ” এ প্রতিপাদ্য নিয়ে পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জনগনের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর আন্তর্জাতিক ভাবে এ দিবসটি উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক রাজু আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার সুমি আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আবদুল হামিদ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানুলাল চাকী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফরিদ উদ্দিন আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার এম এ হাকিম, উপজেলা সমবায় অফিসার ওসমান গনি, আমার বাড়ি আমার খামার ম্যানেজার মোঃ মাহমুদুল হাসান সহ আরো অনেকেই।
বিশ্বব্যপী মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় দিবসটির এবারের প্রতিপাদ্য ” তথ্য অধিকার সংকটে হাতিয়ার ও স্লোগান ” সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে” নির্ধারণ করা হয়েছে।