কে. এম. সাখাওয়াত হোসেন : “জেগে উঠো প্রতিটি ইঞ্চি যতক্ষন না মাটিতে ফাটল ধরে” এই শ্লোগানে নেত্রকোনায় বিক্ষোভ করেছে জেলা ছাত্র ইউনিয়ন ও সচেতন ছাত্র সমাজ। সোমবার বেলা ১২ টায় মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করে বিক্ষোভকারীরা।
সাম্প্রতিক সময়ে সারাদেশে সংঘটিত ধর্ষণ, নারী নিপীড়ন, খুন ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুন্ড নিশ্চিত করার দাবিতে মিছিলটি শ্লোগান দিতে দিতে শহর প্রদক্ষিণ করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এর আগে প্রেসক্লাবের সামনের সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে নেত্রকোনা ছাত্র ইউনিয়নের সভাপতি মিটুন শর্মা অভির সভাপতিত্বে পার্থ প্রতীম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পারভিন আকন্দ পিউ, জাকারিয়া খান রিজন, আবু বক্কর সিদ্দিক নাদিম, আব্দুস সায়েম নিকু প্রমুখ।
এ সময় সারাদেশব্যপী বিক্ষোভে ঘটে যাওয়া হত্যা ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় জড়িত ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।