কে. এম. সাখাওয়াত হোসেন : “তথ্য অধিকার সংকটে হাতিয়ার, সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তথ্য অধিকার, তথ্য-প্রযুক্তির বিভিন্ন সেবা ও সমস্যা বিষয়ক নানা প্রস্তাবনা তুলে ধরেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তথ্য অধিকার সম্পর্কিত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এ আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন, জেলা তথ্য অফিসার মুখলেছুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।