কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. এবাদুল্লাহ (৬) নামে এক বাক-প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এবাদুল্লাহ একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এবাদুল্লাহ দুপুরে তার মা’র হাতের খাবার খেয়ে খেলতে বের। পরে পরিবারের লোকজন বাড়ির উঠানের তার সাড়া না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। পরে নিহতের বাড়ির পাশে ডোবায় বেঁধে রাখা নৌকার পাশের ভাসমান অবস্থায় দেখতে পায়। তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বময়কে বলেন, শিশুটি বাক-প্রতিবন্ধী ছিল। পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনের কাছে হস্থান্তর এবং অমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।