কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের ৪২ ঘন্টার পর মাসুমা খাতুন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামের কৃষক মিজান উল্লার মেয়ে এবং শিশুটি স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
সোমবার সকাল ৮টার দিকে নিহতের বাড়ির তিন কি.মি. দূরে হুইল্লাখালী ঈদগা মাঠের ডোবায় ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
জানা যায়, গত শনিবার দুপুর ২টার দিকে তিন খেলার সাথীকে নিয়ে বাড়ির কাছে বগলা নদীতে মাসুমা গোসল করতে যায়। তারা একসাথে গোসলে নেমেছিল। গোসল শেষে দুইজন পাড়ে উঠতে পারলেও মাসুমা উঠতে পারেনি। পরে তাদের একজন একই গ্রামের হাসানুল্লাহ মেয়ে সুমাইয়া মাসুমার বাড়িতে এসে নিখোঁজের খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
পরে উদ্ধার অভিযানে কলমাকান্দা ফায়ার সার্ভিসের একটি দল যোগ দেয়। কিন্তু টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি ও প্রচন্ড স্রোত থাকায় ফায়ার সাভিস উদ্ধার অভিযান সন্ধ্যা পর্যন্ত পরিচালনা করেছে। পরবর্তীতে স্থানীয়াই নিখোঁজের আগ পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেছে বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান নিখোঁজ মাসুমাকে উদ্ধারের সত্যতা পূর্বময়কে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।