কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রাইভেটে যাওয়ার পথে বজ্রপাতে মুক্তা বেগম (১৩) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের পিছনে ভবদেরপাড়া এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত মুক্তা বেগম একই ইউনিয়নের ভুলিপাড়া গ্রামের শহিদ মিয়ার কন্যা এবং এলাকার রানী খং উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষাথী।
স্থানীয় সুত্রে জানা যায়, মুক্তা বেগম তার তিন সহপাঠীকে নিয়ে নিজ গ্রামে থেকে প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিল। পথিমধ্যে বিকেল সাড়ে ৩টার দিকে কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের পিছনে ভবদেরপাড়া এলাকায় আসলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মুক্তা বেগম ঘটনাস্থলেই নিহত হন। আর তার সাথে থাকা অন্যান্য শিক্ষার্থীরা সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানা ওসি মো. শাহনুর-এ আলম বজ্রপাতের শিক্ষার্থী মৃত্যুর সত্যতা পূর্বময়কে নিশ্চিত করেছেন।