কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গত কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে আলভিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের নজরুল মিয়ার শিশু সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে বিস্কিট বিতরনে অন্যান্য শিক্ষার্থীদের সাথে আলভিনও ছুটে গিয়েছিল স্কুলে। সকলের অজান্তে স্কুলের পাশে জমে থাকা কয়দিনের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সে ডুবে গিয়েছিল। উদ্ধার করে বেলা ১২টার দিকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানজিয়া আক্তার তামান্না এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।