মদন থেকে মো. সাকের খান : নেত্রকোনার মদন উপজেলার ফেকনি গ্রামের স্কুল ছাত্রী পিয়া মনি (১৫) বৃহস্পতিবার সকালে পেটের ব্যথা সহ্য করতে না পেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের কাজল মিয়ার কণ্যা ও জাহাঙ্গীরপুর টি আমীন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিয়া মনি দীর্ঘদিন যাবৎ পেটের ব্যাথাসহ নানান রোগে ভুগছিলেন। সে নিয়মিত ঔষধ সেবন করত। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ পড়ার জন্য উঠে পেটের ব্যাথা অনুভব করলে ঘরে থাকা কীটনাশক ঔষধ মনে করে ভুলে সেবন করে। শরীরে অবস্থা অবনতি ঘটতে থাকলে তার পরিবারকে জানায়। পরে তার পরিবারের লোকজন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে ঘটিকায় মারা যায়।
মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন মদন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আফজালুর রহমান। এ খবর লেখা পর্যন্ত ছাত্রীর লাশ হাসপাতালে রয়েছে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মদন থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন বলেন, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে।